নবাবগঞ্জ উপজেলার সদর থেকে ১৫ কি.মি. উত্তর দিকে কুশদহ ইউনিয়ন পরিষদের অধীন খালিকপুর মৌজায় বিশাল জায়গা জুড়ে মনোরম পরিবেশে স্বপ্নপুরী অবস্থিত। ব্যক্তিগত উদ্যোগে ১৯৮৯ খ্রিঃ থেকে স্বপ্নপুরীর নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে স্বপ্নপুরী বাংলাদেশের মানুষের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা, কৃত্রিম মৎস্য জগৎ অপূর্ব প্রাকৃতিক দৃশ্যবলি এবং রেস্টুরেন্টসহ বিভিন্ন বিনোদন সুবিধা নিয়ে পার্কটি গঠিত। এছাড়া এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে ১০ টি ভিআইপি রেস্ট হাউজ, ১৪ টি মধ্যম শ্রেণীর রেস্ট হাউজ এবং ৮ টি অন্যান্য রেস্ট হাউজ। মূল গেটে দুটি পরী আকাশের দিকে হাত তুলে আপনাকে স্বাগত জানাবে, যা সত্যিই মনকে আন্দোলিত করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস