উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীনে খালিকপুর মৌজায় অবস্থিত।
ঢাকা থেকে আসার পথঃ
আপনি ট্রেন কিংবা বাসে আসতে পারেন।ট্রেনে আসার জন্য আপনাকে কমলাপুর বা বিমানবন্দর থেকে দ্রুতযান কিংবা একতা এক্সপ্রেসে বিরামপুরে আসতে হবে।বিরামপুর থেকে অটো/সিএনজি যোগে স্বপ্নপুরি যেতে পারবেন।
নবাবগঞ্জ উপজেলা থেকে আসার পথঃ
নবাবগঞ্জ উপজেলা হতে মাইক্রবাস/বাস/অটোইরিক্স যোগে।
0
স্বপ্নপুরী আসলেই স্বপ্নপুরী। যা চোখে না দেখলে বিশ্বাস করা যায়না। প্রথমে মূল গেটে দুটি পরী আকাশের দিকে হাত তুলে আলোক বর্তিকা নিয়ে আপনাকে স্বাগত জানাবে। যা আপনার মনকে প্রথমেই আন্দোলিত করবে। উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীনে খালিকপুর মৌজায় অবস্থিত। ১৯৮৯ ইং সালে এ স্বপ্নপুরীর কাজ শুরু হয়। বর্তমানে ভি,আই,পি, রেস্ট হাউস ১০টি, মধ্যম শ্রেণীর ১৪ টি এবং অন্যান্য ০৮ টি রেষ্ট হাউস নির্মান করা হয়েছে। বর্তমানে আরও রেষ্ট হাউস নির্মানসহ স্বপ্নপুরীর উন্নয়নের কাজ চলছে। কেবলকার, ঘোড়ারগাড়ী, চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা, কৃত্রিম মৎস্য জগৎ , রেষ্টুরেন্টসহ বিভিন্ন বিনোদন সুবিধা নিয়ে এই পার্কটি গঠিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস