Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
২৬ মার্চ/২০১৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্ত্ততিমূলক এর অনুষ্ঠানসূচি
Details

২৬ মার্চ/২০১৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্ত্ততিমূলক সভার কার্যবিবরণীঃ

 

 
 

সভাপতি    ঃ   মোঃ ইসরাইল হোসেন

                     উপজেলা নির্বাহী অফিসার

                      নবাবগঞ্জ, দিনাজপুর ।

সভার তারিখঃ ১১/০৩/২০১৫ খ্রিঃ ।

         স্থানঃ উপজেলা পরিষদ সভা কক্ষ ।

         সময়ঃ সকাল ১০.৩০ ঘটিকায়।

 

 

 

 

 

 

 

 


সভায় উপস্থিত  ব্যক্তিবর্গের নাম ও পদবী স্বাক্ষরের ক্রমানুসারে পরিশিষ্ট‘‘ক’’ তে দেখানো হলো।

                মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদৎ বরণকারী সকল বিদেহী  আত্নার মাগফেরাত কামনা করে ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে  সভাপতি সভার কাজ শুরম্ন করেন।  সভাপতি  ২৬মার্চ /২০১৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচী সভায় পাঠ করে শোনান । উপস্থিত ব্যক্তিবর্গের পরামর্শ ও সমর্থনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস /১৫ উদ্যাপনের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচী সমূহ গ্রহণ করা  হয়।

গৃহীত কর্মসূচীঃ

তারিখ ও সময়

কর্মসূচী

স্থান

বাসত্মবায়নে

২৬/০৩/২০১৫ খ্রি:

রাত ১২.০১ মিঃ

৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভসূচনা।

উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণ

অফিসার ইন-চার্জ নবাবগঞ্জ

রাত ১২.০১ মিঃ

শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণ

উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর

পুষ্পমাল্য অর্পণ উপ-কমিটি

সূর্যোদয়ের সাথে সাথে

সকল সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত সংস্থা/প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন।

স্ব-স্ব অফিস/প্রতিষ্ঠান সমূহ

স্ব-স্ব অফিস/প্রতিষ্ঠান প্রধান ও ভবনের মালিকগণ।

সকাল ৮.০০ মিঃ

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, বয়স্কাউট ও গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপেস্ন প্রদর্শন

নবাবগঞ্জ হাইস্কুল মাঠ।

কুচকাওয়াজ পরিচালনা উপ-কমিটি।

সকাল ১০.০০ টা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

উপজেলা পরিষদ মিলনায়তন

সংবর্ধনা পরিচালনা উপ-কমিটি।

সকাল ১১.০০ টা

 

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা (১ম হতে ৫ম শ্রেণী পর্যমত্ম)

রচনা প্রতিযোগিতা (৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেনী পর্যমত্ম)

নবাবগঞ্জ মডেল সঃ প্রাঃ বিঃ

রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা উপ-কমিটি।

 যোহরের নামাজের পর অথবা সুবিধামত সময়ে

ক) জাতির শামিত্ম ও অগ্রগতি কামনা করে  

    মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় বিশেষ                                 মোনাজাত ও প্রার্থনা।

খ) শহীদদের উদ্দ্যেশ্যে কবর জিয়ারত ও বিশেষ    

    মোনাজাত।

 সকল মসজিদ/ মন্দির/গীর্জা/প্যাগোডা

 

সকল মসজিদ/ মন্দির/গীর্জা/প্যাগোডা

ব্যবস্থাপনা কমিটি।

বেলা ২.০০ টা

হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।

হাসপাতাল ও এতিমখানা সমূহ

ক) উপজেলা সমাজসেবা অফিসার

খ)স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান।

 

 

বিকাল ৩.০০ টা

 

 

 

 

 

 

ক) প্রীতি ফুটবল প্রতিযোগিতা

 

 উপজেলা  প্রশাসন বনাম সুধী সমাজ ।

 

নবাবগঞ্জ হাইস্কুল মাঠ

 

সংশিস্নষ্ট উপ-কমিটি।

 

সন্ধ্যা ৭.০০ টা

  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাবগঞ্জ হাইস্কুল মাঠ

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটি।

 

 

           

            মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর্যুক্ত কর্মসূচী সুষ্ঠু ও সফলভাবে বাসত্মবায়নের লক্ষ্যে উপস্থিত ব্যক্তিবর্গের পরামর্শ ও সমর্থনে নিম্নোক্তভাবে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় উদযাপন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয় ।

Attachments
Publish Date
23/03/2015