এক নজরে নবাবগঞ্জ উপজেলার প্রশাসনিক তথ্যাবলিঃ
উপজেলাঃ নবাবগঞ্জ
ভৌগলিক বিবরণঃ
দিনাজপুর জেলা সদর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৬৯ কিঃমিঃ বা ৪৩ মাইল দুরে নবাবগঞ্জ উপজেলার অবস্থান। উত্তর দিক থেকে আগত করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এ উপজেলা বাংলার প্রাচীন জনপদ গুলোর একটি ২.৩৫ ডিগ্রি অক্ষাংশে এবং ৮৯.০০ থেকে ৮৯.১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এ উপজেলা অবস্থিত। এর উত্তর পশ্চিম পাবর্তীপুর দক্ষিণে হাকিমপুর ও ঘোড়াঘাট পশ্চিমে বিরামপুর ও ফুলবাড়ী, উত্তরে রংপুর জেলার বদরগঞ্জ পূর্ব দিকে মিঠাপুর উপজেলা অবস্থিত।
মানচিত্র:
১। সাধারণ : তথ্যাবলী
মাননীয় জাতীয় সংসদ সদস্য-১১,দিনাজপুর-৬ : জনাব মোঃ শিবলী সাদিক।
চেয়ারম্যান,উপজেলা পরিষদ : জনাব মোঃ নূরে আলম সিদ্দিকী ।
ভাইস চেয়ারম্যান : জনাব মোঃ শাহিনুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান : জনাব মোছাঃ পারুল বেগম।
আয়তন : ৩১৭.৫৪ বর্গ কিলোমিটার
মোট জনসংখ্যা : পুরুষ- ১,১৪,৭৬৩ জন, মহিলা-০১,১৪,৫৭৪ জন, সর্বমোট -২,২৯,৩৩৭ জন।
মুসলিম-২,০১৩৮৩ জন, হিন্দু-১৬,৫৪৬ জন, বৌদ্ধ-৪২ জন, খ্রিস্টান-৪,৭২৯ জন,
অন্যান্য-৬৬৩৭ জন।
নির্বাচনী এলাকা : ১১,দিনাজপুর-৬ (নবাবগঞ্জ,হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট।)
ভোটার সংখ্যা : পুরুষ- ৮০,৩৭৪জন মহিলা-৭৯,৮২৭, সর্বমোট-১,৬০,২০১ জন।
ইউনিয়ন পরিষদ সংখ্যা : ৯ টি।
ওয়ার্ড সংখ্যা : ৮১ টি।
থানা/পুলিশ ফাঁড়ি : ০১ টি।
দফাদার : ০৭ জন ।
চৌকিদার/গ্রামপুলিশ : ৮৭ জন।
ফায়ার সার্ভিস : প্রসত্মাবিত।
শিল্প কলকারখানা : নাই।
পোষ্ট অফিস : ১৪ টি।
কাজী অফিস : ০৯ টি।
মোট গ্রাম সংখ্যা : ২৮২ টি।
গুরম্নত্বপূর্ণ হাট-বাজার : ২৫ টি।
গুরম্নত্বপূর্ণ মেলা : ০৩ টি।
দর্শনীয় স্থান : ১। সিতার কোটবিহার,২। স্বপ্নপুরী,৩। শালবাগান,৪। আশুড়ার বিল ইত্যাদি।
নদ নদী : ০২ টি (ক) করতোয়া, (খ) নলশিষা।
হাওড়/বিল : ৩১ টি।
পুকুর : ৭২ টি।
জলমহল : ৭৫ টি।
মৎস্যজীবির সংখ্যা : ১১৫০ জন।
বালুমহল : নাই।
বনভূমি : ৬০২৩ একর।
নার্সারী : ০১ টি (সরকারী)ও (বেসরকারী)১১ টি।
মসজিদ : ৩৫০ টি।
মন্দির : ৬২ টি।
গীর্জা : ৬৩ টি।
প্যাগোডা : ০১ টি।
এতিম খানা : মোট ৫৩টি (রেজিষ্ট্রেশন প্রাপ্ত ২১টি)
এনজিও : মোট ১৪ টি।
বিদ্যুৎ অফিস : ০১ টি।
ব্যাংক : ০৭ টি।
ক্লাব : ৫৬ টি।
খাদ্য গুদাম : ০২ টি।
ডাক বাংলো : ০২ টি।
হাসকিং মিল : ৭০ টি।
করাতকল : ৩৭ টি।
আদর্শ গ্রাম/গুচছগ্রাম : ১০ টি। (সুবিধাভোগী-৮৯৩ জন)
আর্শ্রয়ন/আবাসন প্রকল্প : ০৫ টি। (সুবিধাভোগী-৫১০ জন)
স্বাস্থ্যকেন্দ্র সংক্রামন্ত্র : সরকারী হাসপাতাল-০১ টি,বেসরকারী হাসপাতাল-০১ টি,কমিউনিটি ক্লিনিক- ২৪ টি,
ইউনিয়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যান- (FWCU) ০৫ টি,(RD) ০৩ টি।
স্যানিটেশন হার : ৯০.৪৪%
যোগাযোগ সংক্রান্ত্র : মোট রাসত্মাঘাটঃ মোট রাসত্মা-৬৮১ কিঃ মিঃ,পাকারাসত্মা- ১২৬ কিঃ মিঃ, সেমিপাকা- ১০ কিঃ
মিঃ,কাচারাসত্মা- ৫৪৫ কিঃ মিঃ, ব্রিজ কালভার্ট-৯৮৯ টি, এবং ২,২২৫ সেন্টিমিটার ফুকার।
শিক্ষা সংক্রান্ত্র : মোট শিক্ষা প্রতিষ্ঠান-
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ- ০৪ টি।
প্রাইমারী স্কুল-২৬১ টি (সরকারী- ৬৮ টি, নতুন জাতীয় করণ-৭৮ টি, এনজিও-০৭ টি, সতন্ত্র
এবং ৪৪ টি, ব্র্যাক-৪৯ টি,কিন্ডার গার্টেন/ কেজি স্কুল-১১ টি)।
মোট ছাত্র/ ছাত্রী-৩৪,২৮৩ জন
মাধ্যমিক স্কুল-৪৮ টি,
মাদ্রাসা (আলিম)-৩৯ টি,
কাওমী মাদ্রাসা-২৯ টি (পুরম্নষ-২৬ টি, মহিলা-০৩ টি)।
কলেজ- ১৩ টি।
শিক্ষার হার- ৪২.৮০%
ভূমি সংক্রান্ত : মোট জমির পরিমান-৭৮,৪৬৫ একর,(কৃষি জমি- ৬৩,০০০ একর ,একফসলী জমি-৭,৮৫০
একর, দোফসলী জমি-৫৪,১৪০ একর, ত্রিফসলী জমি- ৮,০১০ একর ও স্থায়ী ফসলী জমি-
২,০০০ একর)।
সরকারী খাস জমিঃ- মোট- ২৯৮৮,৪১ একর, (কৃষি-২৯৮৫,০২ একর, অকৃষি জমি- ৩,৩৯
একর, অর্পিত জমি-১৫৪,২১ একর)।
প্রধান খাদ্যশস্য :ধান,গম, ভূট্টা ও আলু।
মুক্তিযোদ্ধার সংক্রান্ত : মোট-২৬৭ জন, মুক্তিযোদ্ধার ভোটার সংখ্যা-২২৯ জন, যুদ্ধকালীন কমান্ডার-০৩ জন, শহীদ
মুক্তিযোদ্ধার সংখ্যা-২৭ জন।
ভাতা সংক্রান্ত : বিধবা ভাতা ভোগী-২৩০২ জন, বয়স্ক ভাতা ভোগী-৪৭৫৯ জন, প্রতিবন্ধী ভাতা ভোগী-৬৫৬
জন। ভিজিডি কার্ড/দুস্থভাতা ভোগী- ১৯৪৮ জন, মাতৃত্ব কালীন ভাতা ৪৪১ চলমান।
অন্যান্য : অতিদরিদ্রদের কর্মস্থান কর্মসূচীর উপকার ভোগী ১৪৪৭ জন
কাবিখা প্রকল্প সংখ্যা-৩৪ (বিশেষ-১৬, সাধারন ১৮)
টি আর প্রকল্প সংখ্যা-১৫২ (বিশেষ-৯৩,সাধারন ৫৯)
এডিপি প্রকল্প সংখ্যা-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS