শিক্ষাবৃত্তি/সাহায্যের জন্য আবেদন করার নিয়মাবলি:
যোগ্যতাঃ
1. | ডাক, তার ও টেলিফোন, বাংলাদেশ রেলওয়ে,বিজিবিও পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতিত সরকারের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মরত বেসামরিক সরকারি কর্মচারীদের সর্বোচ্চ দুই সন্তান কল্যাণ বোর্ড হতে শিক্ষাবৃত্তি/সাহায্য লাভের যোগ্য হবেন। |
2. | স্বামী/স্ত্রী উভয়ই সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজনই সন্তানদের শিক্ষাবৃত্তি/সাহায্য লাভের জন্য আবেদন করতে পারবেন। |
3. | চাকরিরত, অনিয়মিত এবং বিবাহিত এরুপ ছাত্র/ছাত্রীগণ এ শিক্ষাবৃত্তি/সাহায্য লাভের যোগ্য নন। |
4. | ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নের জন্য এ শিক্ষাবৃত্তি/সাহায্য দেয়া হয়। |
5. | ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত যারা বার্ষিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে ৮০% (এ+ গ্রেড) নম্বর পেয়েছে তারা শিক্ষাবৃত্তি এবং যারা ৫০% (বি গ্রেড) নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা শিক্ষা সাহায্য পাওয়ার যোগ্য হবেন। |
6. | একাদশ, দ্বাদশ ও সমমানের শ্রেণিতে যারা বোর্ড পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে ৮০% (এ+)নম্বর পেয়েছে তারা শিক্ষাবৃত্তি এবং যারা ৫০% (বি গ্রেড) নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা শিক্ষা সাহায্য পাওয়ার যোগ্য হবেন। |
7. | মহাবিদ্যালয়/বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে (সমমানের) ১ম বছরে যেসকল ছাত্র/ছাত্রী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে ৮০% নম্বর পেয়েছে তারা শিক্ষাবৃত্তি এবং যারা ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা শিক্ষা সাহায্য পাওয়ার যোগ্য হবেন। স্নাতক পর্যায়ে (সমমানের) ২য় থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত যেসকল ছাত্র/ছাত্রী পূর্ববর্তী বাৎসরিক/সেমিস্টার/টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে ৮০% নম্বর পেয়েছে তারা শিক্ষাবৃত্তি এবং যারা ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা শিক্ষা সাহায্য পাওয়ার যোগ্য হবেন। |
8. | মহাবিদ্যালয়/বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (সমমানের) পর্যায়ে যেসকল ছাত্র/ছাত্রী স্নাতক ও সমমানের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে ৮০% নম্বর পেয়েছে তারা শিক্ষাবৃত্তি এবং যারা ৫০% পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা শিক্ষা সাহায্য পাওয়ার যোগ্য হবেন। |
শর্তাবলিঃ
1. | ছাত্র/ছাত্রী বিগত বছরে যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীট/সার্টিফিকেট এর ফটোকপি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অধ্যক্ষ/বিভাগীয় প্রধানকর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। |
2. | ফরমের নির্ধারিত স্থানে কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদানকরতে হবে। |
3. | বোর্ডের নির্ধারিত আবেদন ফরম নং ১০(সংশোধিত) যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রতিস্বাক্ষর করে সংযুক্ত করত প্রধান কার্যালয়ের জন্য মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা এবং বিভাগীয় কার্যালয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বরাবরে প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ/সন্দেহযুক্ত/ক্রটিপূর্ণ এবং পুরাতন ফরম নং ১০ এ আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS