উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীনে খালিকপুর মৌজায় অবস্থিত।
নবাবগঞ্জ উপজেলা হতে মাইক্রবাস/বাস/অটোইরিক্স যোগে।
0
স্বপ্নপুরী আসলেই স্বপ্নপুরী। যা চোখে না দেখলে বিশ্বাস করা যায়না। প্রথমে মূল গেটে দুটি পরী আকাশের দিকে হাত তুলে আলোক বর্তিকা নিয়ে আপনাকে স্বাগত জানাবে। যা আপডনার মনকে প্রথমেই আন্দোলিত করেব। উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীনে খালিকপুর মৌজায় অবস্থিত। ১৯৮৯ ইং সালে এ স্বপ্নপুরীর কাজ শুরু হয়। বর্তমানে ভি,আই,পি, রেস্ট হাউস ১০টি, মধ্যম শ্রেণীর ১৪ টি এবং অন্যান্য ০৮ টি রেষ্ট হাউস নির্মান করা হয়েছে। বর্তমানে আরও রেষ্ট হাউস নির্মানসহ স্বপ্নপুরীর উন্নয়নের কাজ চলছে। কেবলকার, ঘোড়ারগাড়ী, চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা, কৃত্রিম মৎস্য জগৎ , রেষ্টুরেন্টসহ বিভিন্ন বিনোদন সুবিধা নিয়ে এই পার্কটি গঠিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS